ভোজ্যতেলের দাম আবারও বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটি লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে, যা কার্যকর হলে বছরের শেষদিকে ভোজ্যতেলের দাম আরও বেড়ে যেতে পারে।
সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি, ডলার বিনিময় হার ও এলসি (লেটার অব ক্রেডিট) ব্যয় বেড়ে যাওয়ার প্রভাবেই তেলের দাম সমন্বয়ের সুপারিশ করা হয়েছে।
কমিশনের তথ্য মতে, গত ৩ আগস্ট থেকে দেশে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয় ১৮৯ টাকা। তবে নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিনের দাম দাঁড়ায় ১,০৬২ মার্কিন ডলার, আর পামঅয়েলের দাম ১,০৩৭ ডলার, ফলে আমদানি ব্যয় বেড়ে যায়।
সুপারিশ অনুযায়ী—
-
বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে ১৯৮ টাকা ২৭ পয়সা
-
খোলা সয়াবিন তেল ১৭৭ টাকায় ৮৫ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে
(ধরে নেওয়া হয়েছে ডলারের বিনিময় মূল্য ১২২.৬০ টাকা)
এদিকে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) জানিয়েছে, গত এক বছরে দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ শতাংশ বেড়েছে, যা সাধারণ ভোক্তার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
অর্থনীতিবিদরা বলছেন, চলমান মূল্যস্ফীতির মধ্যে ভোজ্যতেলের দাম বাড়লে বাজারে এর প্রভাব আরও গভীর হতে পারে।











