টাঙ্গাইলে সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের (এমএএফ) উদ্যোগে গোলটেবিল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
এমএএফ একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী ফোরাম, যেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা জনস্বার্থে যৌথভাবে কাজ করেন। সভায় অংশ নেয় বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ।
সভায় সভাপতিত্ব করেন এমএএফ-এর ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল ইসলাম মনির। এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, এমএএফ সদস্য সচিব ও জেলা যুবদল নেতা তৌহিদুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক একে এম আব্দুল্লাহ, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার।
বক্তারা সরকারি হাসপাতালের জনবল সংকট, যন্ত্রপাতির অভাব ও বাজেট ঘাটতির সমস্যা তুলে ধরেন। তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি, প্রান্তিক পর্যায়ে সংস্কার এবং নার্স ও ফার্মাসিস্টদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন। পাশাপাশি প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধির মাধ্যমে তৃণমূল স্বাস্থ্যসেবা আরও কার্যকর করার আহ্বান জানান।