রাজবাড়ীতে কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে। গত দুদিন ধরে বাজারে চালানী কাঁচা মরিচের সরবরাহ বাড়ার ফলে প্রতি মণ ৪ হাজার টাকা পর্যন্ত হ্রাস পাওয়া গেছে।
জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে মরিচের পাইকারি দাম প্রতিমণ সাড়ে চার হাজার টাকা ছিল। সপ্তাহের শেষের দিকে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ২২০–২৪০ টাকার মধ্যে থাকলেও, গত দুদিনে তা ১২০–১৪০ টাকায় নেমেছে। ফলে মাত্র দুইদিনে কেজি প্রতি মরিচের দাম কমেছে ১০০ টাকারও বেশি।
ক্রেতারা দাম কমায় কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে তারা জানিয়েছেন, মরিচের দাম কমলেও চাল, আটা, সবজি ও ব্রয়লার মুরগিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো উচ্চ, যা স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য জীবনযাত্রা কষ্টসাধ্য করছে।
বাজার ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে চালানী কাঁচা মরিচ সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পাইকারি বাজারে মরিচের দাম কমেছে। বর্তমানে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১২০–১৪০ টাকায়, যা প্রতি মণে ৪ হাজার টাকারও বেশি হ্রাস।