দিনাজপুরের হিলি বাজারে সরবরাহ সংকটের কারণে আলু, পেঁয়াজ, আদা ও ডিমের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। মাত্র দুই দিনের মধ্যে এসব পণ্যের দাম ৪ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে, যা নিম্নআয়ের মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
রোববার (১০ আগস্ট) হিলি বাজার পরিদর্শনকালে দেখা গেছে, দুই দিন আগে কেজিপ্রতি ৫০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আদার দাম ১০০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা এবং আলুর দাম ১৪ টাকা থেকে ১৮ টাকা হয়েছে। ৩০ পিস ডিমের দামও বেড়ে ২৮০ থেকে ৩২০ টাকা হয়েছে।
স্থানীয় ক্রেতারা জানান, আয়ের কোনো বৃদ্ধি না হওয়া সত্ত্বেও বাজারে জিনিসপত্রের দাম অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এক ক্রেতা বলেন, “দাম বাড়ায় আমরা কষ্টে আছি, সরকার যেন বাজারে নিয়ন্ত্রণ আনে।”
বাজারের ব্যবসায়ীরা বলেন, দেশের দেশীয় পেঁয়াজ ও আদার সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া উপায় নেই। ডিমের দাম বৃদ্ধির পেছনে খামার মালিকদের বেশি মূল্য চাওয়া অন্যতম কারণ।
হিলি স্থলবন্দর আমদানিকারক নুর আলম বাবু সরকারের কাছে আবেদন জানিয়েছেন, পেঁয়াজ আমদানি বাড়ানোর জন্য ইমপোর্ট পারমিট (আইপি) প্রদান করা হোক, যাতে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।