জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দেশীয় অস্ত্র, মাদক ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে সাবেক এমপি ডা. মুরাদ হাসানের ঘনিষ্ঠ সহযোগী ও কিশোর গ্যাংয়ের হোতা রাজা মেম্বারসহ তিনজনকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে তাদের সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত এবং তারাকান্দি তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আওনা ইউনিয়নের কিশোর গ্যাংয়ের হোতা ও সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন রাজা, মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাজির ও তার সহযোগী মোহাম্মদ ফারুক।
অভিযানকালে তাদের কাছ থেকে ৯টি দেশীয় অস্ত্র, ১৫ পিস ইয়াবা, ৫ গ্রাম গাঁজা, ৭টি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫৫৭ টাকা, গ্যাস লাইট ও মাদক সেবন-বিক্রির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা এবং অপরাধ দমনে অভিযান চলমান থাকবে।
সূত্রে জানা যায়, বিতর্কিত সাবেক এমপি মুরাদ হাসানের আশ্রয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির প্রভাব কাজে লাগিয়ে রাজা মেম্বার এলাকাজুড়ে আধিপত্য বিস্তার করেন। ইউনিয়ন পরিষদের সদস্য পদে থেকে তিনি মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।