সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই আইনি সহায়তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতারা। তারা বলেছেন, সাংবাদিকদের পাশে দাঁড়াতে হলে রাষ্ট্রীয় অঙ্গীকার, কার্যকর আইন এবং সাংবাদিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংলাপে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘সমষ্টি’ এবং সহায়তা দেয় ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ড (জিএমডিএফ)। সংলাপের মূল লক্ষ্য ছিল সাংবাদিকদের জন্য একটি প্রাতিষ্ঠানিক ও কার্যকর আইনি সহায়তা কাঠামো গড়ে তোলা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, “সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ এখন সময়ের দাবি। বিগত সরকারগুলো সাংবাদিকদের দমন করতে কালো আইন তৈরি করেছে, মামলা দিয়ে হয়রানি করেছে। অথচ সাংবাদিক সুরক্ষায় কোনো আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়নি।”
তিনি জানান, বর্তমানে প্রায় ৩২টি আইন ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, “গত ১৫ বছরে দেশে ৬৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, কিন্তু অধিকাংশ হত্যার বিচার আজও হয়নি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ।”
তিনি আরও যোগ করেন, “সাংবাদিকরা রাজনীতি, মালিকপক্ষ, প্রশাসন ও কালো টাকার চাপে কাজ করছেন। অথচ তাদের আইনি সহায়তা পাওয়ার মতো কোনো কার্যকর কাঠামো এখনও গড়ে ওঠেনি।”
সংলাপে উপস্থিত বক্তারা জাতীয় পর্যায়ে সাংবাদিক সুরক্ষা আইন ও একটি বিশেষ আইনগত সহায়তা তহবিল গঠনের ওপর জোর দেন।