সাংবাদিক ও কলমিস্ট এ বি এম মূসার ৯৪তম ও নারী সাংবাদিক সেতারা মূসার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজীবন সম্মাননা ও স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ বি এম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় প্রেসক্লাবের অনারারী জীবন সদস্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক এমডি আমান উল্লাহকে এ অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ‘সাহিত্য ও সাংবাদিকতার আন্তঃসম্পর্ক’ শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপনা করেন কালের কণ্ঠ’র সম্পাদক, কবি ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
এ সময় উপস্থিত ছিলেন এ বিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের সভাপতি মরিয়ম সুলতানা মূসা।