মধুপুর প্রতিনিধি : প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তা, ঔপনিবেশিক আইনে মামলা ও তাকে জেলে নেয়া স্বাধীন সাংবাদিকতার উপর বিরাট আঘাত।
এই ঘটনার প্রতিবাদে মধুপুরে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে মানববন্ধন করেছে টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাব।
মধুপুর প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২০ মে) সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্ত্বরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে সাংবাদিক ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়ন সংগঠন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, নিজেরা করি, প্রত্যাশা, গারো নারী সংগঠন আচিক মিচিক সোসাইটি, কোচ বর্মণ সংগঠন, চারুশীলন, লালন সংঘসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধিগণ অংশ নেন।
সংহতি প্রকাশ করেন টাঙ্গাইল- ১ (মধুপুর- ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক, ছাত্রলীগ মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীব।
দৈনিক যুগান্তর প্রতিনিধি এসএম শহীদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, টিআইবি’র সচেতন নাগরিক কমিটি- সনাক সভাপতি অধ্যক্ষ বজলুর রশীদ খান; মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান; গারো নেতা ইউজিন নকরেক; সুলেখা ম্রং; মানবাধিকার কর্মী শেখ মুহা. শাকের আহমেদ; এনজিও কর্মি অর্চনা; জুলহাস উদ্দিন।
সংহতি প্রকাশ করে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ সেলিম; সনাক সহসভাপতি আবদুল মালেক বিএসসি; চারুশিল্পী প্রভাষক ফরহাদ হোসেন তরফদার; সার্জেন্ট (অব.) গোলাম কিবরিয়া মতি; কোচ নেতা গৌরাঙ্গ বর্মণসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তাগণ পূর্বের সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের চিত্রসহ সাংবাদিকদের বিরুদ্ধে নানা মামলার পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সাংবাদিক নিপীড়নের তীব্র নিন্দা, রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
স্বাধীন নিরপেক্ষ সাংবাদিকতার স্বার্থে এবং গণতন্ত্র, ন্যায়বোধ, সুশাসন প্রতিষ্ঠায় এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করেন। সম্পাদনা – অলক কুমার