বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে আওয়ামী লীগে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সাকিব যদি তার পরামর্শ মেনে চলতেন, তাহলে এখন ঢাকার রাজপথে সম্মানের সঙ্গে চলাফেরা করতে পারতেন।
শনিবার (৩ মে) ক্রীড়া সংগঠকদের নতুন সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন মেজর হাফিজ।
মেজর হাফিজ জানান, রাজনীতিতে যোগ দেওয়ার আগে সাকিব একবার তার বাসায় এসেছিলেন। একজন সেনা কর্মকর্তার মাধ্যমে পরিচয় ও সাক্ষাৎ হয়। সে সময় দীর্ঘ আলাপচারিতার ফাঁকে সাকিবকে রাজনীতিতে না যাওয়ার পরামর্শ দেন তিনি।
“তাকে বলেছিলাম, রাজনীতিতে এখন যাওয়ার সময় না। জাতীয় দলে খেলা অবস্থায় এ সিদ্ধান্ত বেমানান। আরও বলেছিলাম, আওয়ামী লীগে কখনো যেও না—এই দলের আয়ু বেশি দিন নেই,” বলেন মেজর হাফিজ।
তিনি আরও বলেন, “সাকিব আমার উপদেশ শুনে কিছুটা বিমর্ষ হয়েছিল। তার ধারণা ছিল, আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে, আরও সুযোগ আসবে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন।”
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান।
অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার তামিম ইকবালও উপস্থিত ছিলেন। বক্তব্যের সময় মেজর হাফিজ জনপ্রিয় ক্রীড়াবিদদের একজন নিরপেক্ষ পরামর্শদাতা রাখার পরামর্শ দেন।