সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ডেভিল মিলনকে বিশেষ ব্যবস্থার মাধ্যমে কারাগর থেকে জামিন দেওয়া অভিযোগ উঠেছে।
গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাতে কলারোয়া থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে তাকে আটক করলেও’ মাত্র দুই দিনের মাথায় সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকালে তাকে সাতক্ষীরা জেলা কারাগর থেকে জামিন দেওয়া হয়েছে।
জানা গেছে, সদ্য জামিনে মুক্ত ডেভিল মিলন দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগের ক্যাডার ভিত্তিক রাজনীতির সাথে জড়িত ছিল। বিগত রাতের ভোটের সরকার শেখ হাসিনার আমলে প্রতিটা স্থানীয় ও জাতীয় নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভোট কেন্দ্রে নিয়ে নৌকার সমর্থিত প্রার্থীকে ভোট দিতে বাধ্য করত। এছাড়াও শতাধিক বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, চাঁদাবাজি, জমি দখল, ও অর্থনৈতিকভাবে হয়রানি করার অভিযোগও রয়েছে এই মিলনের বিরুদ্ধে।
স্থানীয় একাধীক ব্যক্তি জানিয়েছেন, মিলন একজন চিহ্নিত আওয়ামীলীগের দোসর, সে এখনো গোপনে আওয়ামীলীগের সংগঠন করছে, তার মতো দোসর যদি দুই দিনের মধ্যে রাষ্ট্র জামিন দেয়, তাহলে লোক দেখানো আটকের কি দরকার ছিল বলে ক্ষোভ প্রকাশ করেন।