সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান ও সাবেক পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৫ জনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৈচনা গ্রামের ওবায়দুল্লাহ মামলাটি দায়ের করেন। মামলায় এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন পুলিশের ১৫ সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের ১০ নেতাকর্মী। বাদীর দাবি, ২০১৪ সালের ১ জানুয়ারি রাজনৈতিক পরিস্থিতির সুযোগে তার বাড়িঘরে হামলা, লুটপাট ও আগুন দেওয়া হয়, এবং পরে বুলডোজার চালিয়ে সব গুঁড়িয়ে ফেলা হয়।
আদালত মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক জানান, দীর্ঘদিন আইনি প্রতিকার না পেয়ে এবার আদালতের শরণাপন্ন হয়েছেন তারা।