দেশে সাত দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২:২৭ মিনিটে যশোর জেলার মনিরামপুর উপজেলায় এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৫।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুর এবং রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
চলতি মাসে এটি তৃতীয়বারের মতো দেশে ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের ক্ষুদ্র ভূমিকম্প সাধারণত কোনো বড় প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস নাও হতে পারে, তবে সচেতন থাকা জরুরি।