নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এঘটনায় আহত ছাত্র জয় ধরের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
বিশ^বিদ্যালয়ের প্রক্টর মীর মো. মোজাম্মেল হক জানান, বুধবার সন্ধ্যায় ঢাকায় বিশ্ববিদ্যালয়ের লিয়াজো অফিসে রিজেন্ট বোর্ডের সভা অনুষ্টিত হয়।
আরো পড়ুন – সাবেক কৃষিমন্ত্রী ও তার ভাইদের বিরুদ্ধে আ’লীগ নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ
ওই সভায় প্রকৌশলী অনুষদের ডীন মো. ইকবাল মাহমুদকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে ১৪ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় আহত শিক্ষার্থী জয় কুমার ধর বাদি হয়ে বুধবার রাতে টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, এতে ১২ জনের নাম উল্লেখসহ আরো কয়েকজন অজ্ঞাত ব্যক্তির কথা বলা হয়েছে।
অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার প্রক্রিয়া চলমান।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মেকানিক্যাল বিভাগের চেয়ারম্যান তদন্ত কমিটির আহবায়ক ড. ইকবাল মাহমুদ বলেন, আমরা তদন্তের কাজ শুরু করেছি।
তদন্ত শেষে বিস্তারিত জানানোর কথা বলেন তিনি।
যা ঘটেছিল –
প্রসঙ্গত, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মানিক শীলের ৩০-৪০ জন অনুসারী মুখে গামছা বেঁধে জননেতা আব্দুল মান্নান হলে প্রবেশ করে।
আরো পড়ুন – স্কুল শিক্ষিকা কাম ছাত্রলীগ নেত্রী শিলাকে কারণ দর্শানোর নোটিশ
তারা তৃতীয় তলায় গিয়ে সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরের অনুসারী ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হন।
এসময় বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি শিক্ষার্থী সোহানুর রহমানকে বেধরক পেটায়।
তাকে রক্ষা করতে এগিয়ে এলে জয় কুমার ধর নামক অপর এক শিক্ষার্থীকেও মারধর করে হামলাকারীরা।
এক পর্যায়ে হামলাকারীরা সোহানুর রহমানকে তিন তলা থেকে নিচে ফেলে দেয়। এতে সোহানের কোমর ও হাত-পা ভেঙে যায়।
তাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে জননেতা আব্দুল মান্নান হলে হামলার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীরের অনুসারীরা শেখ রাসেল হল থেকে মান্নান হলে ছুটে আসে।
এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।
আহতদের হলেন- জয় কুমার ধর, সজিব শেখ, সৌরভ (১) ও সৌরভ (২) কে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন – তিনতলার ছাদ থেকে ফেলে দেয়া হয় এক ছাত্রকে
সভাপতির অনুসারী রকি নামক এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।