রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানসহ একাধিক ব্যক্তিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান পৃথক শুনানি শেষে এ আদেশ দেন।
শাওন হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৩ দিনের এবং ওসি আবুল হাসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ভাটারা থানার মামলায় সাবেক এমপি জ্যাকবের ৩ দিন এবং রমনার একটি গৃহকর্মী হত্যা মামলায় ঝিনাইদহ-সংসদ সদস্য মো. নবী নেওয়াজের ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
এছাড়া মুগদা, খিলগাঁও ও যাত্রাবাড়ী থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, পলক, কামরুল ইসলাম, সালমান এফ রহমান, ইনু, শাহজাহান খান, সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপা এবং ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারসহ আরও কয়েকজনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।











