সাবেক আইজিপি শহীদুল হক, মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন মেল্লা এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার (৭ মে) তারা আদালতে উপস্থিত হন।
তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে ‘জঙ্গি অভিযান’ নামে একটি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যা করা হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে।
পূর্বে, গত ৯ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে তদন্তের স্বার্থে তিন দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এ মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়াও এই তিন কর্মকর্তার বিরুদ্ধে ২০১৬ সালের ‘জুলাই অভ্যুত্থানে’ হত্যাকাণ্ডের অভিযোগে আরেকটি মামলা চলমান রয়েছে।