হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অসহযোগ আন্দোলনে ৯ জন ছাত্র-জনতা নিহতের মামলায় আওয়ামী লীগের তিনবারের সাবেক এমপি মো. আব্দুল মজিদ খানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ আদেশ দেন।
৯ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা গত সপ্তাহে আদালতে মজিদ খানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার মজিদ খানকে আদালতে হাজির করা হয়।
বিচারক তার উপস্থিতিতে শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুনরায় তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা তথ্যটি নিশ্চিত করেছেন।