সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন হারুন অর রশিদের আয়কর নথি সংগ্রহের জন্য আদালতে আবেদন করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সরকারি ক্ষমতার অপব্যবহার করে হারুন অর রশিদ মোট ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সেগুলো ভোগদখলে রেখেছেন, যা দুদক আইনে গুরুতর অপরাধ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন বলে জানান তদন্ত কর্মকর্তা।
আদালত আবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট নথি জব্দের নির্দেশনা প্রদান করেন।










