ঢাকা, ১৮ মার্চ: ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান, তার স্ত্রী এবং তিন কন্যার নামে থাকা ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের উপপরিচালক আফরোজ হক খানের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, এসব ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট ৩৮৬ কোটি টাকা জমা হয়েছিল এবং ৩৭৯ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে, ৮ কোটি ৭৬ লাখ টাকা অবশিষ্ট রয়েছে।
এটি ঘটছে, যখন এর আগে (২৫ ফেব্রুয়ারি) আদালত নাইমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।
অন্যদিকে, খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর বিরুদ্ধে আরও একটি বড় নির্দেশনা এসেছে। মোহাম্মদপুরে ২ একর জমি, খুলনায় দুটি বাড়ি ও কেসিসি মার্কেটে ১৩০ বর্গফুটের তিনটি দোকানসহ মোট ১৩ বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এর পাশাপাশি, ১৪টি ব্যাংক হিসাবের ৩১ লাখ ৮ হাজার ৮৭৩ টাকা ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে।