ঢাকার সাভারে চোর সন্দেহে অভিজিৎ দে (৩৪) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটে শনিবার (১৭ মে) বিকেল ৫টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিজিৎ দে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তার আচরণে ‘অস্বাভাবিকতা’ দেখে স্থানীয় লোকজন ও রোগীর স্বজনরা তাকে শিশু চোর সন্দেহে ধরে মারধর করেন। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে পুনরায় শারীরিক নির্যাতন চালানো হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পুলিশ। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া বলেন, “অভিজিৎ তার নাম-ঠিকানা বলতে পারলেও তার আচরণ স্বাভাবিক মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে বিপর্যস্ত।”
অভিযুক্ত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে। তিনি কমল কান্তি দের ছেলে।
হাসপাতাল ও পুলিশের অবস্থান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, “এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা কোনো ব্যক্তি আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। তবে পুলিশের পক্ষ থেকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, “বিষয়টি আমাদের জানা ছিল না। এমনকি জরুরি বিভাগের কোনো চিকিৎসক বিষয়টি জানাননি। তবে যদি কোনো স্টাফের গাফিলতি প্রমাণিত হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সামাজিক বার্তা একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিকে এভাবে মারধর ও হেনস্তার ঘটনা প্রশ্ন তুলেছে সামাজিক সচেতনতা ও মানবিকতার বিষয়ে। পুলিশ জানিয়েছে, তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।