সাভারে পৃথক অভিযানে জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে কৃষক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ন ও মানিকগঞ্জ থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা গ্রামের দানেছ আলীর ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন (৩৫) এবং মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সহসভাপতি রকিব আহমেদ রকি (২৮)।
সূত্র জানায়, বিল্লাল হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে জমি দখল, হুমকি ও সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। তিনি জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলায়ও অভিযুক্ত।
অন্যদিকে, রকিব আহমেদ রকির বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও মামলা রয়েছে। তিনি মাদক ব্যবসা, কিশোর গ্যাং পরিচালনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আলোচিত রোহান হত্যা মামলার সঙ্গেও সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে।
সাভার থানার ওসি জানান, “আটকদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, তা যাচাই করে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”