খবর বাংলা
,
ডেস্ক
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে সক্রিয় ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) রাত ১২টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর পুতাজিয়া গ্রামের মো. আনিস শেখের ছেলে মো. রাজিব (৩০), গোপালগঞ্জ জেলার সদর থানার কংশুর গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মো. রবিউল মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বনগাঁও গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মো. পাভেল (২৮), মানিকগঞ্জ জেলার সদর থানার নারী খুলি গ্রামের ঈমান বেপারীর ছেলে মো. আবুল বাশার (৩৬), গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার জাপর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মনির হোসেন (২৮)।
তারা সাভার ও ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় ভাড়া থেকে ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সক্রিয় ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











