সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও প্রকৃত পক্ষে যাদের প্রয়োজন তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য ওয়ার্ড ভিত্তিক ত্রাণ দেয়ার ব্যবস্থা করেছি। প্রতিটি ওয়ার্ডের মেম্বারদের কাছ থেকে তালিকা চাওয়া হয়। পরে সেই তালিকা যাচাই বাছাই করে তালিকা অনুসারে ত্রাণ পাঠিয়ে দিচ্ছি। মেম্বাররা তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিবেন। এতে কোন জনসমাগম হবে না। কথা গুলো জানিয়েছেন কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভূইয়া।
ইউনিয়নের ৯টি ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ১০৫ জনকে এই ত্রাণ দেয়া হচ্ছে। জন প্রতি ১০ কেজি করে চাল দেয়া দেয়া হচ্ছে।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাংসদ হাসান ইমাম খানের ব্যক্তিগত তহবিল থেকে এই ত্রাণ দেয়া হচ্ছে বলে জানান দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কোরবান আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য খ. আব্দুল মাতিন, উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম।