ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ওই সম্পত্তিতে রিসিভার নিয়োগের আদেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদক সূত্র জানায়, সংস্থার উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলাম এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গুলশানের ফ্ল্যাটটির মূল্য প্রায় ৫৭ লাখ টাকা এবং পুতুল সেটি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। মামলার নিষ্পত্তির আগে সম্পদ হস্তান্তর হয়ে গেলে অনুসন্ধান প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উল্লেখ করে ফ্ল্যাট জব্দের আবেদন জানানো হয়।
দুদক আরও জানিয়েছে, এই মামলার অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধে রেড এলার্ট জারি করতেও অনুসন্ধান কর্মকর্তা চাইলে উদ্যোগ নিতে পারেন।
এর আগে, গত ১১ মার্চ আদালত সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা ধানমন্ডির ‘সুধা সদন’ জব্দের আদেশ দেয়। একই আদেশে শেখ হাসিনার বোন শেখ রেহানা, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমি ও আটটি ফ্ল্যাটও জব্দ করা হয়।