রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। সংঘর্ষে সিটি কলেজের মূল ফটক ও নামফলক ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেন। অন্যদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হন টিচার্স ট্রেনিং কলেজের সামনে। এরপর দুপুর ১২টার পর উভয় পক্ষ ইটপাটকেল ছোড়া ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন বলেন, “দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি ফেসবুকে পোস্ট ঘিরেও উত্তেজনার সৃষ্টি হয়েছিল। আজকের ঘটনাও তারই ধারাবাহিকতা।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।