১০ মার্চের মধ্যে সারাদেশের সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ । বুধবার (৫ মার্চ) সচিবালয়ে নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সাথে মন্ত্রণালয়ের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সেখানে বিদায়ী উপদেষ্টা এ তথ্য জানান। ড. ওয়াহিদউদ্দিন বলেন, অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতিতে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সব বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে অস্থির অবস্থা ছিলো।
বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে সেখান থেকে বর্তমানে স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি। বিদায়ী এ উপদেষ্টা আরও বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার ছিলো কারিকুলাম। বর্তমানে যে কারিকুলাম আছে সেটিতে দুই-তিন বছর স্থির থাকা ভালো জানিয়ে তিনি বলেন, এই কারিকুলাম যুগোপযোগী করা প্রয়োজন।