সারের দাম নিয়ে কারসাজি ও ডিলার লাইসেন্সে অনিয়মকারীদের বাদ দিয়ে নতুন ডিলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, সারের দাম নিয়ে কোনো প্রকার নয়ছয় যাতে না হয়, সেজন্য ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে। মালয়েশিয়ায় সারের দাম বেড়ে যাওয়ায় সরকার বিকল্প দেশ থেকে সার আমদানির চেষ্টা করছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আগামী নভেম্বর পর্যন্ত দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। এছাড়া আলু চাষিরা এবার ন্যায্য দাম পাননি উল্লেখ করে উপদেষ্টা জানান, ভবিষ্যতে সমস্যা এড়াতে সারাদেশে ১০০টি কোল্ড স্টোরেজ চালুর পরিকল্পনা রয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে তদন্ত করছে।