সিরিয়ায় গাড়ি বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ উত্তরাঞ্চলীয় শহর মানবিজে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই নারী কৃষি শ্রমিক। ওই এলকায় কুর্দি বাহিনী তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
হোয়াইট হেলমেট উদ্ধারকারীদের উদ্ধৃতি দিয়ে সানা সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় একটি রাস্তায় ‘গণহত্যা’ হয়েছে। কৃষি শ্রমিক পরিবহনকারী একটি গাড়ির কাছে বোমা বিস্ফোরণে ১৪ জন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। সানা আরো জানিয়েছে, এই হামলায় ১৫ জন নারী আহত হয়েছেন।
যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তিন দিনের মধ্যে মানবিজ এলাকায় এটি ছিল দ্বিতীয় মারাত্মক গাড়ি বোমা হামলা।
এর আগে গত শনিবার শহরের কেন্দ্রস্থলে একটি রাস্তায় বিস্ফোরণে চারজন নিহতের মধ্যে দুই শিশু এবং একজন নারী ছিলেন বলে হোয়াইট হেলমেটস জানিয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বরে ইসলামপন্থী-নেতৃত্বাধীন বিদ্রোহীরা স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করে।