সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনকালে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “এগুলো (লাল গালিচা) না রাখতে বলার পরেও কেন রাখা হলো? এগুলো এখনই উঠিয়ে ফেলো।” তিনি আরও বলেন, “যেগুলো করতে নিষেধ করি, তোমরা সেগুলোই করো।” পরে পুলিশ কমিশনারের খোঁজ নেন এবং উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
এছাড়া, পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “যদি কেউ আইন নিজের হাতে তুলে নিতে চায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে মব সহ্য করা হবে না। থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি থাকবে।” তিনি মবের বিরুদ্ধে সবাইকে অবস্থান নিতে আহ্বান জানান।
শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলকে চিঠি পাঠানোর কথা জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে এখনও নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।”