সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল আহমদ হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড এবং ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলার অপর ১৭ আসামিকে ২ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৩১ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। একজন আসামি এখনও পলাতক।
মামলার প্রেক্ষাপট:
২০২১ সালের ১ মে চাউলধনী হাওরে রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে স্থানীয় সাইফুল ও স্কুলছাত্র সুমেলের পরিবারের মধ্যে বিবাদ বাধে। একপর্যায়ে সাইফুল ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ।
ঘটনার পর নিহতের চাচা বাদী হয়ে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ৩২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করেন।
রায় প্রসঙ্গে অভিমত:
এই রায়কে সুমেলের পরিবার ন্যায়বিচার হিসেবে দেখছেন, তবে পলাতক আসামির দ্রুত গ্রেপ্তার ও দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয়দের মতে, এ রায়ের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বার্তা গেল।