চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে জাহাজের নিরাপত্তা সামগ্রীর তিনটি দোকান। শুক্রবার (১৫ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেয়ারম্যানঘাটা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পুরোনো জাহাজের নিরাপত্তা সরঞ্জাম বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আরও দুটি দোকানে। আগুন দেখে ব্যবসায়ী ও কর্মচারীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় সড়কের পাশে থাকা দোকানগুলোর কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে।
তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।