চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌ রুটে আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গুপ্তছড়ায় ফলক উন্মোচন করা হবে। পাশাপাশি সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের সাত উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ দুই সহকারী উপস্থিত থাকবেন।
স্থলভাগ থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের মানুষের জন্য দীর্ঘদিন ধরে যাতায়াত ছিল এক চরম দুর্ভোগের বিষয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি, বিদ্যুৎ, সড়ক, রেল পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান সন্দ্বীপের সন্তান হওয়ায় এই অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন। ফেরি সার্ভিস চালুর উদ্যোগও তার প্রচেষ্টার অংশ, যা সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।