খবর বাংলা
,
ডেস্ক
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি সেনার প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। আজ সোমবার (১৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রেস উইং জানায়, প্যারাট্রুপিংয়ে অংশ নেওয়া ৫৪ জনের মধ্যে শেষ ছয়জন নিজেদের নেমপ্লেটের পরিবর্তে সুদানে জাতিসংঘের ঘাঁটিতে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর নামখচিত নেমপ্লেট পরিধান করে আকাশে ঝাঁপ দেবেন। এর মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষায় আত্মোৎসর্গকারী বাংলাদেশি সেনাদের প্রতি আন্তর্জাতিক অঙ্গনে সম্মান জানানো হবে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ নতুন করে সাজানো হয়েছে। শহীদ বেদি, স্তম্ভ ও চলাচলের পথ পরিষ্কার ও রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। লেক সংস্কার করে সেখানে নতুন পানিতে লাল শাপলা স্থাপন করা হয়েছে। চত্বরজুড়ে বিভিন্ন রঙের ফুলগাছ রোপণ করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা ও এলইডি লাইটসহ সব নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান আনু জানান, ভোরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় সাধারণ জনগণের প্রবেশ সীমিত থাকবে, পরে স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করা হবে।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, জাতীয় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাভারের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে এবং পোশাক ও সাদা পোশাকে চার হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











