সুদানের উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী আল-ফাশেরের উপকণ্ঠে অবস্থিত জমজম ও আবু শোরুক শরণার্থী শিবিরে গত দুই দিন ধরে ভয়াবহ হামলা চালিয়েছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় অন্তত ১০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ২০ শিশু ও ৯ জন ত্রাণকর্মী।
জাতিসংঘের সুদান বিষয়ক মানবিক সমন্বয়ক ক্লেমেন্টাইন এনকোয়েটা সালামি একে “সংঘবদ্ধ সহিংসতা” বলে উল্লেখ করে জানান, দুর্ভিক্ষপীড়িত সাধারণ মানুষ ও মানবিক সহায়তাকর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি সতর্ক করেন, এই সহিংসতার ফলে আরও পাঁচ লাখের বেশি মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে।
নিহতদের মধ্যে রয়েছেন জমজম ক্যাম্প হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদ বাবাকের ইদ্রিস এবং রিলিফ ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রধান আদম বাবাকের আবদুল্লাহ। তাঁদের সঙ্গে নিহত হন আরও সাতজন স্বাস্থ্যকর্মী ও লজিস্টিক কর্মকর্তা।
এ ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করার সম্ভাবনা রয়েছে। এদিকে, মানবাধিকার সংগঠনগুলো RSF কমান্ডার মোহাম্মেদ হামদান দাগালোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।