সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলা বিএনপির নেতা, ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আব্দুল হাইয়ের ওপর হামলা চালিয়ে ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সলোকাবাদ ইউনিয়নের বাসিন্দারা বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের চালবন পয়েন্টে মানববন্ধনের আয়োজন করেন। এতে ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বক্তারা জানান, গত ২১ এপ্রিল দুপুরে বাঘবেড় বাজারে নিলামে যাওয়ার পথে গোল চত্তর এলাকায় স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী রনেল, মনির, কবীরসহ একটি দল তাকে মারধর করে এবং সঙ্গে থাকা ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে তিনি বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, তবে এখনও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আজিম মড়ল, লতিফুর রহমান, নবীর মোল্লা, ইয়াসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।