গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মণ্ডলেরহাটে কথাকাটাকাটির জেরে ছাত্রদল ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও যুবদলের ছয় নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে ছাপড়হাটি ইউনিয়নের মণ্ডলের হাটে এই ঘটনা ঘটে। জানা যায়, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা নাজমুলের ভাই ও সাবেক ছাত্রলীগ নেতা বাবুর দোকানের সামনে রাখা বেঞ্চে ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাবুর পরিবারের সদস্যরা শফিকুলের ওপর হামলা চালায়।
শফিকুল আশ্রয় নিতে পাশের একটি দোকানে ঢুকলে সেখানেও তাকে মারধর করা হয়। পরে বিএনপি ও যুবদল নেতারা তাকে উদ্ধার করতে গেলে তারাও হামলার শিকার হন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আওয়ামী লীগ নেতা নাজমুল, তার ভাই মঞ্জুরুল ইসলামসহ তিনজনকে আটক করে। ঘটনার পর অভিযুক্ত বাবু পালিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল হাকিম আজাদ জানান, ঘটনাটি রাজনৈতিক নয়, এটি একটি ব্যক্তিগত ঘটনার পরিপ্রেক্ষিতে সংঘটিত হয়েছে। আহতদের অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।