সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের উলোখালী চর এলাকায় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ঢুকে স্থানীয় জেলেদের তিনটি নৌকা ও মাছ ধরার জাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কৈখালী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে যাওয়া টেংরাখালী ও কৈখালীর আট জেলে বিএসএফের বাধার মুখে পড়েন। তারা জানান, বিএসএফ সদস্যরা স্পিডবোটে এসে তাদের নৌকায় লাঠি দিয়ে আঘাত করে এবং জেলেদের নামিয়ে নৌকা ও জাল নিয়ে যায়।
পরে জেলেরা পায়ে হেঁটে উপকূলের দিকে রওনা দিয়ে বুধবার বাড়ি ফেরেন। স্থানীয় ইউপি সদস্য ও বন বিভাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লিখিত অভিযোগ পেলে বিজিবি ও বিএসএফের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে বলে জানিয়েছে বন বিভাগ।