সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে দেওয়া ৮১ জনকে শ্যামনগর থানায় হস্তান্তর করেছে মোংলা কোস্ট গার্ড। এদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
রবিবার (১১ মে) রাত ১১টার দিকে মোংলা কোস্ট গার্ডের চিফ পেটি অফিসার মো. মশিউর রহমানের নেতৃত্বে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
এর আগে শুক্রবার বিকেলে বিএসএফ ও ভারতীয় কোস্ট গার্ড যৌথভাবে ওই ব্যক্তিদের নৌপথে বাংলাদেশের সীমানায় ঠেলে দেয়। পরে মান্দারবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা — হাসান সাহা, সাইফুল শেখ ও আব্দুর রহমান শেখ।
জিজ্ঞাসাবাদে জানা যায়, বাকি ৭৮ জন বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা, যারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে ভারতে কাজ করতে গিয়েছিলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, ভারতীয় তিন নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে পাঠানো হবে।