প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায়ে সরকারের মূল লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা, যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে ব্রিফ করেন তার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সব ধরনের সংস্কার কাজ সম্পন্ন করতে চায় অন্তর্বর্তী সরকার। এরইমধ্যে উপস্থাপিত ১২১টি সংস্কার সুপারিশের মধ্যে ১৬টি পুরোপুরি বাস্তবায়িত হয়েছে, ৮৫টি বাস্তবায়ন প্রক্রিয়াধীন এবং ১০টি আংশিক বাস্তবায়ন হয়েছে। বাকি ১০টি সুপারিশ বাস্তবায়নযোগ্য কি না, তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে, যাতে তিনি ন্যায়বিচার পান।”
এদিনের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ ইস্যুতে সফল কূটনৈতিক আলোচনার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অভিনন্দন জানানো হয়।
এছাড়া, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর স্মরণে একটি বার্ষিক পুরস্কার চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।