জাতীয় নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে সংস্কার ও নির্বাচনের দুটি পৃথক রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ মে) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার এক অধিবেশনে তিনি বলেন, “নির্বাচনের আগে জরুরি কিছু সংস্কার প্রয়োজন। এজন্য একটি সংস্কার ও একটি নির্বাচনী রোডম্যাপ জনসমক্ষে আনা জরুরি।”
তিনি বলেন, বিগত নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। ২০১৪ সালে ১৫৪ জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, ২০১৮ সালের ভোট ছিল নিশিরাতে, আর ২০২৪ সালের নির্বাচন ছিল ‘ডামি’।
ডা. শফিকুর রহমান বলেন, “এই দুই রোডম্যাপ এখনো ঘোষণা না হওয়ায় জনগণের মধ্যে সন্দেহ-সংশয় তৈরি হয়েছে। অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করলে আস্থা ফিরবে, নয়তো জনগণ যেকোনো তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করবে।”