জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি দলের আরেক সংগঠক হাসনাত আব্দুল্লাহর কিছু মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এবং বৈঠকের বিষয়গুলো ফেসবুকে প্রকাশ করাকে সমীচীন মনে করেননি।
রোববার (২৩ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে সারজিস আলম জানান, গত ১১ মার্চ তারা সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তাদের ডেকে নেওয়া হয়নি, বরং তারা নিজেরাই যোগাযোগ করে বৈঠকে গিয়েছিলেন।
তিনি বলেন, সেনাপ্রধানের বক্তব্যকে হাসনাত ‘প্রস্তাব’ হিসেবে ব্যাখ্যা করলেও তিনি একে ‘অভিমত’ বলে মনে করেন। এছাড়া ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের জন্য চাপ দেওয়া হয়েছে বলে হাসনাত যে দাবি করেছেন, সেটির সুরকেও অতিরঞ্জিত বলে মনে করেন সারজিস।
তিনি আরও জানান, সেনাপ্রধান বিদায় নেওয়ার সময় হাসনাতের উত্থাপিত প্রশ্নের জবাবে বলেছিলেন, “তোমরা কিছু জানো না, তোমাদের অভিজ্ঞতা নেই।” তবে এটি রাগের সুরে নয়, বরং অভিজ্ঞ একজনের উপদেশমূলক মন্তব্য ছিল বলে মনে করেন তিনি।
সারজিস আলম মনে করেন, এ ধরনের আলোচনার বিষয়বস্তু ফেসবুকে না এনে দলের ফোরামে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এর ফলে ভবিষ্যতে অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে এনসিপির গুরুত্বপূর্ণ সংলাপে আস্থার সংকট তৈরি হতে পারে।
তিনি শেষ করেন এই মন্তব্য দিয়ে— ‘আমরা আওয়ামী লীগের যেকোনো সংস্করণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, তবে সহযোদ্ধাদের মতবিরোধ হলে সেটিও প্রকাশ করব।’