গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই তাদের বিতর্কিত করা যাবে না। তিনি বলেন, সম্প্রতি জুলাই আন্দোলনের কয়েকজন ছাত্রনেতার পরস্পরবিরোধী বক্তব্য পুরো জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে।
রবিবার (২৩ মার্চ) চাঁদপুর শহরের আলী স্কুল মাঠে গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, “দায়িত্বশীল ছাত্রনেতাদের প্রতি অনুরোধ থাকবে— এমন কোনো কথা বলবেন না, যা সংকট বাড়াবে বা ষড়যন্ত্রকারীদের সুযোগ করে দেবে। গণআন্দোলনে ছাত্র-তরুণদের পাশাপাশি বিএনপি, জামায়াত, হেফাজত ও খেলাফতের নেতাকর্মীরাও নিগৃহীত হয়েছেন, তবুও হাসিনার সঙ্গে আপস করেননি।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। সেনাবাহিনী ও পুলিশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাই তাদের কলঙ্কিত করা যাবে না। যারা এই প্রতিষ্ঠানগুলোর সুনাম ক্ষুণ্ন করেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।”
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভিন্নমত থাকলেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তবে আওয়ামী লীগের সঙ্গে নয়। তাদের নিয়ে আলোচনা বা নির্বাচন করা যাবে না। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারও চলবে।”
চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি কাজী রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।