সেনাপ্রধান ও সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেশে বিভাজন তৈরি করতে পারে এবং কৌশলগতভাবে রাষ্ট্রকে দুর্বল করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সেনাবাহিনী দুর্বল হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।
সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) আব্দুল হক বলেন, “সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক। এ বাহিনীকে দুর্বল করার চেষ্টা দেশের নিরাপত্তার জন্য হুমকি।” ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. বায়েজিদ সরোয়ার বলেন, “সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকেছে, তাই এ বাহিনী নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য অনাকাঙ্ক্ষিত।”
মেজর জেনারেল (অব.) মো. নাঈম আশফাকুর চৌধুরী বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য দেওয়া উচিত নয়।”
বিশেষজ্ঞদের মতে, সেনাবাহিনী নিয়ে নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলা উচিত এবং রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।