বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধিদল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কানাডিয়ান ব্যবসায়ী নেতা পল থোপিল।
বুধবার (৭ মে) ঢাকা সেনানিবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সাক্ষাতে উভয় দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সামরিক খাতে সহযোগিতা জোরদার, কারিগরি সহায়তা এবং প্রযুক্তি বিনিময় সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।
এ সময় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং উপস্থিত ছিলেন।