সৌদিতে অবৈধ ব্যবসার অভিযোগে দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। পাশাপাশি তাদের আর কখনোই সৌদি আরবে কাজ করার অনুমতি থাকবে না। নাশকতা সম্পর্কিত ‘তাস্তুরি’ ব্যবসায় সহযোগিতার দায়ে একই সঙ্গে শাস্তি পেয়েছেন এক সৌদি নারীও।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মক্কার ফৌজদারি আদালত বুধবার (৭ মে) সৌদি গ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনে দুই বাংলাদেশি ও ওই নারীকোদের প্রতি ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং কোম্পানির নিবন্ধন বাতিল, লাইসেন্স স্থগিত ও সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে।
তদন্তে পাওয়া গেছে, সৌদি নারীর নামে নিবন্ধিত কোম্পানিতে দুই বাংলাদেশি পরিবহন ব্যবসা চালিয়ে আসছিলেন। সাধারণত বিদেশি পাসপোর্টধারীরা ব্যবসা করার জন্য কমপক্ষে ১০ লাখ রিয়াল ক্যাপিটাল দেখাতে হয়; আর্থিক যোগ্যতা না থাকলে সৌদি নাগরিকদের কোম্পানির শেয়ারহোল্ডার করে ‘তাস্তুরি’ পদ্ধতিতে ব্যবসা করা বেআইনি।
আদালত জানিয়েছে, বিদেশি বিনিয়োগ প্রত্যয়নপত্র ছাড়া ট্যাংকার ক্রয়ের জন্য সৌদি নারী লোন নিয়েছিলেন, যা বাংলাদেশিরা মালিকানাভিত্তিক চুক্তিতে ব্যবহার করত এবং আয়কৃত অর্থ সৌদির বাইরে পাঠাতো। এসব অভিযোগের প্রমাণ মেলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।