চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১২৬ জন বাংলাদেশি হজযাত্রী। এছাড়া দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৩১ জন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুধবারের (২৮ মে) বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, সৌদির সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন মোট ১২৬ হজযাত্রী। এর মধ্যে বর্তমানে ভর্তি আছেন ২৬ জন। এছাড়া হজযাত্রীদের জন্য সৌদি আরবে দেওয়া হয়েছে ২৯ হাজার ৪২৪টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র।
চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬৮ হাজার ২৭০ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৩ হাজার ৬৯৭ জন। তারা ১৭৭টি ফ্লাইটে সৌদি পৌঁছান—এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯২টি, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইট রয়েছে।
এদিকে, হজ করতে গিয়ে এ পর্যন্ত মারা গেছেন ১২ জন বাংলাদেশি হজযাত্রী। সর্বশেষ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শাহাদাত হোসেন গতকাল (২৭ মে) মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। ছয়জন মক্কায় এবং ছয়জন মদিনায় মারা গেছেন।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রা শুরু হয়। আগামী ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই। এবারের হজে সরকারি ব্যবস্থাপনায় অংশ নিচ্ছেন ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।