সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ পাসপোর্ট নিজের কাছে রাখার অনুরোধ জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (১৯ মে) দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানে বা সৌদি মালিকানাধীন বাসা ও অফিসে কর্মরত বাংলাদেশিদের তাদের পাসপোর্ট নিজের হেফাজতে রাখা জরুরি। কেউ যদি নিজের পাসপোর্টের মালিকানায় না থাকেন, তাহলে জরুরিভিত্তিতে নিকটস্থ সৌদি শ্রম অফিসে বিষয়টি অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রয়োজনে প্রবাসীরা দূতাবাসের টোল-ফ্রি নম্বর ৮০০১০০০১২৫-এ যোগাযোগ করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।