সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক প্রবাসী যুবক ইসহাক সায়েদ (২১)। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ফুড ডেলিভারির সময় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি ট্রাকের চাপায় প্রাণ হারান তিনি।
নিহত ইসহাক কসবা পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে। তিনি হাঙ্গেরি নামের একটি প্রতিষ্ঠানে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ করছিলেন।
গত বছরের আগস্টে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সৌদি আরব যান ইসহাক। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ইসহাকের বাবা জানান, “পরিবারের ভরসা হয়ে গিয়েছিল সে। এখন শুধু মরদেহটি যেন দ্রুত দেশে ফিরে আসে, এটাই চাওয়া।”
পরিবার দ্রুত মরদেহ দেশে ফেরাতে সরকারের সহযোগিতা কামনা করেছে।