গত ১৬ মাসে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে ৫ হাজারের বেশি পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এ তথ্য জানান বুধবার (১৪ মে) জাতীয় পরিষদের এক অধিবেশনে। খবর প্রকাশ করেছে পাকিস্তানি দৈনিক ডন।
মন্ত্রী জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শুধুমাত্র এই চার মাসেই ৫৫২ জন পাকিস্তানি দেশে ফেরত এসেছেন।
বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে বেশি পাকিস্তানি ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এছাড়া ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকেও একই অভিযোগে বহুজনকে গ্রেফতার ও বহিষ্কার করা হয়েছে। মোট বহিষ্কৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৪০২ জন।
প্রদেশভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ভিক্ষাবৃত্তির অভিযোগে বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে বেশি ২,৭৯৫ জনই সিন্ধু প্রদেশের বাসিন্দা। এরপর রয়েছে পাঞ্জাবের ১,৪৩৭ জন, খাইবার পাখতুনখোয়া থেকে ১,০০২ জন, বেলুচিস্তান থেকে ১২৫ জন, আজাদ কাশ্মির থেকে ৩৩ জন এবং ইসলামাবাদ থেকে ১০ জন।
পিপিপির এমপি সেহার কামরান এই বিষয়ে গত তিন বছরের তথ্য জানতে চাইলেও স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র সাম্প্রতিক তথ্যই উপস্থাপন করতে পারেন।
মন্ত্রী আরও জানান, সরকার ভিক্ষাবৃত্তি ও অবৈধ অভিবাসন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সচেষ্ট।