বাংলাদেশের নাগরিকদের জন্য সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা বন্ধ করেনি, এমনটা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘‘ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্মসচিবকে একটি অডিও বার্তায় নিশ্চিত করেছেন।’’ তিনি আরও জানান, সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোর প্রতি সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘‘ওমরাহ যাত্রীরা যদি বিমানের টিকিট কাটার পরও যাত্রা স্থগিত করতে চান, তবে তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। আর যারা রমজান মাসে ওমরাহ যেতে চেয়েছিলেন কিন্তু ভিসা পাননি, তারা জুলাই মাসে যেতে পারবেন।’’
ধর্ম উপদেষ্টা আরও জানান, ‘‘ভিসা প্রক্রিয়ায় সৌদি দূতাবাস কোনো অনিয়ম করছে না।’’ তবে এবার ওমরাহর জন্য যাত্রীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় সৌদি কর্তৃপক্ষ ভিসা নিয়ন্ত্রণ করছে, এমনটিও উল্লেখ করেন তিনি।
এছাড়া, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ডের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মন্তব্য সম্পর্কে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘‘এটি সঠিক নয়, এমন মাত্রায় নির্যাতন হয়নি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
হিযবুত তাহরীরের বিষয়ে তিনি বলেন, ‘‘সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাদের মিছিল করার চেষ্টা সরকার ভণ্ডুল করে দিয়েছে।’’