শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৮ আগস্ট) জারি করেছে ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৫’। এ গেজেট অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক ও কলেজগুলোর ম্যানেজিং কমিটির সভাপতি পদে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে।
ম্যানেজিং কমিটির গঠন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি নিম্নরূপ গঠিত হবে: সভাপতি – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা ৪ বছরের সমমানের ডিগ্রি থাকতে হবে। সাধারণ শিক্ষক প্রতিনিধি – উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকের মধ্য থেকে ভোটে নির্বাচিত; বিভিন্ন স্তর সংযুক্ত থাকলে প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি পেতে পারে। সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি – মহিলা শিক্ষকদের মধ্য থেকে ভোটে নির্বাচিত।
সাধারণ অভিভাবক প্রতিনিধি – উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকের মধ্য থেকে নির্বাচিত, প্রয়োজনমতো অন্যান্য স্তরের অভিভাবকও প্রতিনিধিত্ব করবে। সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি – মহিলা অভিভাবকদের মধ্য থেকে ভোটে নির্বাচিত।
ম্যানেজিং কমিটির সভাপতির শর্তাবলী এক শিক্ষাপ্রতিষ্ঠানে পরপর দুইবারের বেশি সভাপতি হওয়া যাবে না; এক মেয়াদ বিরতির পর পুনরায় মনোনয়ন সম্ভব।
একজন ব্যক্তি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব একসঙ্গে পালন করতে পারবেন না; সর্বাধিক তিনটি প্রতিষ্ঠানের কমিটি বা সভাপতির দায়িত্ব গ্রহণ করা যাবে না।
সভাপতির প্রস্তাবনা তৈরি করতে প্রতিষ্ঠান প্রধান বা জেলা প্রশাসক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে তিনজন প্রার্থী ও জীবনবৃত্তান্ত প্রেরণ করবেন। প্রার্থীর যোগ্যতার মধ্যে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বা অধ্যাপক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অথবা এমবিবিএস, প্রকৌশল বা অন্যান্য চার বছরের স্নাতক ডিগ্রিধারী কর্মকর্তা থাকবেন।
লক্ষ্য নতুন প্রবিধান ম্যানেজিং কমিটির কার্যক্রম আরও স্বচ্ছ ও দায়িত্বশীল করার পাশাপাশি সভাপতির পদে যোগ্যতা নিশ্চিত করতে জারি করা হয়েছে।